ডিফেন্স জব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্র্যাফট ইন্সট্রাক্টর (আইএমটি) পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র- ২০২২ Online Publeshed

(ক) খর পানির সংজ্ঞা লিখুন। খর পানিতে সহজে সাবানের ফেনা তৈরি হয় না কেন? আলোচনা করুন। (গ) পানির BOD, COD ও DO বলতে কি বুঝায়? BOD, COD ও DO এর মান থেকে কিভাবে পানির গুণাগুণ বিচার করা সম্ভব? আলোচনা করুন। (গ) গ্রীণ হাউজ গ্যাস কি? পরিবেশের উপর গ্রীণ হাউজ গ্যাসের ক্ষতিকর প্রভাব বর্ণনা করুন। (ঘ) CFC কি? দু'টি CFC এর নাম লিখুন। 2. (ক) এসিড ক্ষারকের প্রোটনীয় মতবাদ আলোচনা করুন। এই মতবাদের সীমাবদ্ধতা উল্লেখ করুন। 




৩. “ক” অথবা “খ” বিভাগ হইতে যে-কোন একটি বিভাগের উত্তর দিন ] “ক” বিভাগ টেকনিক্যাল (রসায়ন) 8. ৫. (খ) বাফার দ্রবণ কি? অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা করুন। (গ) পানির আয়নিক গুণফল কি? তাপমাত্রা বৃদ্ধিতে পানির জায়নিক গুণফল বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করুন। (ঘ) দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের পার্থক্য লিখুন। (ক) অবস্থান্তর মৌল কাকে বলে? সকল d-ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করুন। (খ) অবস্থান্তর মৌলের (i) পরিবর্তনশীল জারণ অবস্থা ও (ii) জটিল যৌগ গঠন ব্যাখ্যা করুন। (M) জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য লিখুন। (ছ) নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করুন। CuSO4 +KI→ (ক) তেল ও চর্বির রাসায়নিক পার্থক্য উল্লেখ করুন। (খ) তেল ও চর্বির সাবানায়ন মান, আয়োডিন মান ও এসিড মান- এর সংজ্ঞা লিখুন। (গ) মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতার সংজ্ঞা লিখুন।

 পানিতে (ঘ) বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটির গাণিতিক প্রতিপাদন করুন।  (ক) নিউক্লিয় ফিশান ও নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন। (3) ক্রোমাটোগ্রাফী কি? ক্রোমাটোগ্রাফীর ব্যবহার উল্লেখ করুন। (গ) টাকা লিখুন- (i) ক্যানিজারো বিক্রিয়া; (ii) তরলের বাষ্পচাপ; H' ও OH- আয়ণের অস্বাভাবিক পরিবাহিতা ব্যাখ্যা করুন। “খ” বিভাগ টেকনিক্যাল (পদার্থ) বিষয় কোডঃ ১০৫ (ক) টানজিস্টার (Transistor) কিভাবে Rectifier হিসাবে কাজ করে? (খ) চৌম্বকত্বের B-H গ্রাফটি কী? সূর্যের অভ্যন্তরে কিভাবে শক্তি উৎপন্ন হয়। (ক) লেজার রশ্মি বলতে কী বোঝায়? লেজার রশ্মির প্রয়োগ উল্লেখ করুন। (খ) X রে রশ্মির অপবর্তনের জন্য ব্র্যাগের (Braggs law) সূত্রটি প্রতিপাদন করুন। (গ) সংক্ষিপ্তভাবে He-Ne লেজারের বর্ণনা দিন। (ক) আলোক তরঙ্গের অপবর্তন এবং ব্যতিচারের মধ্যে পার্থক্য করুন। (খ) ব্যতিচারের প্রয়োজনীয় শর্তাবলীসমূহ লিখুন। মানঃ ৮০ (গ) নিউটন বলয় পরীক্ষায় যদি ৩য় এবং ২৩তম বলয়ের ব্যাস যথাক্রমে 0.185cm এবং 0.491cm হয় এবং সমতলোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যদি 40cm হয়, তবে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করুন।

 (ক) তাপ গতির বিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করুন। (খ) কর্ণো চক্রের চাপ বানাম আয়তন লেখচিত্রটি অংকন করুন এবং এর চারটি ধাপ বর্ণনা করুন। (গ) উদাহরণসহ প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী বর্ণনা করুন। (খ) হাইড্রোজেন পরমাণুতে বোরের স্বীকার্য গুলি কী কী? হাইড্রোজেন পরমাণুতে প্রথম বোর ব্যাসার্ধ প্রথম কক্ষের গতিশক্তি নির্ণয় করুন। 0 L 8 ১ 2+ S+= 8+ 1. 2. ৩. 8. ৬. ৭. ৮. ১০. 02- সাধারণ জ্ঞান বিষয় কোডঃ ১০৪ মানঃ 80 বাংলাদেশ বিষয়াবলি বঙ্গবন্ধুর কোন্ ভাষণ বিশ্বের প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে? এ ভাষণ হতে ২ (দুই)টি তাৎপর্যপূর্ণ উক্তি উদ্ধৃত করুন। বাংলাদেশের সংবিধানে কোন্ তিন ধরনের সম্পদের মালিকানার স্বীকৃতি রয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা’ চলচিত্রের নির্মাতা কে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়? সর্বশেষ আদমশুমারী অনুযায়ী বর্তমানে বাংলাদেশের (ক) জনসংখ্যা (খ) প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এবং (গ) জনসংখ্যা বৃদ্ধির হার কত? 7122 ২৬৬ ১৯৬ ১০৪, কোন্ তারিখে নিম্নবর্ণিত দিবসসমূহ উদযাপিত হয়? (ক) জাতীয় শিশু দিবস (খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

 (গ) শহীদ বুদ্ধিজীবী দিবস আন্তর্জাতিক বিষয়াবলি কবে, কোথায় ও কোন্ প্রধান উদ্দেশ্য সাধনের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কী? ইউরো মুদ্রার জনক কে? ৫×৩=১৫ "Sustainable Development Goals (SDG)-এর মেয়াদকাল কী? এর প্রধান লক্ষ্য ও সহযোগী লক্ষ্যের সংখ্যা কতটি? আঞ্চলিক সহযোগিতা সংস্থা “SAARC”-এর সহযোগিতার তিনটি ক্ষেত্র উল্লেখ করুন। পূর্ণরূপ লিখুন : (ক) WIPO (খ) NATO (গ) ADB বিজ্ঞান ও প্রযুক্তি ১১. শব্দ তরঙ্গ মাপার একক কী? তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর কী পরিবর্তন হয়? ১২. ভিটামিন কী? ‘ভিটামিন সি’-র প্রধান প্রধান উৎসের নাম লিখুন। ১৩. ১৪. সেকেন্ডে আলোর গতিবেগ কত? টেলিভিশনের রিমোট কনট্রোলার-এ কোন্ আলোক রশ্মি ব্যবহৃত হয়? অতশী কাঁচে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এ কাঁচ কোন্ ধরনের ‘বিশ্ব' (image) গঠন করে? খাবার লবণের রাসায়নিক নাম কী? আয়োডিনের অভাবে কোন্ রোগ হয়? ১৫. ৫×3== ৫×২= ১. 8. ৫. প্রবন্ধ রচনা করুন: 

সারমর্ম লিখুন: পূর্ণমান-২০০ সময়- ৪.০০ ঘণ্টা [প্রতিটি বিষয়ের জন্য পৃথক উত্তরপত্র ব্যবহার করুন] বাংলা বিষয় কোড: ১০১ বাঙালি চেতনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্ৰ যদি পূর্বাচল কোণে নাই হয় উদয়, তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে, না করিব ভয়। হিংস্ৰ ঊর্মি ফনা তুলি, বিভীষিকা মূর্তি ধরি যদি গ্রাসিবারে আসে, সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু-পারে নব জীবনের নবীন আশ্বাসে। মান: ৪০ গাংচিল আপনার এলাকায় মোবাইল নেটওয়ার্কের জন্য টাওয়ার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন। বাংলায় অনুবাদ করুন: Bangladesh is in the highest position in the South-East Asia. Its foreign trade has undergone a complete metamorphosis. Bangladesh, now, has trading links practically with all the countries of the world. There has been a great increase in imports on account of the development needs of the economy. The composition of imports has, naturally undergone a great change. Now-a-days Bangladesh is an icon of the whole world. www.prebd.com ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন: দ্রাঘিমা, শিক্ষা বাণিজ্যিক, সাঁতারু, বাঙালি। খ) শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন: ঐক্যতান, কুজ্জটিকা, সিহরন, পিপিলিকা, পেসাজিবী। 

1. Write an essay on of the following topic using the given hints: Your Parents : 2. 3. 4. ENGLISH Subject Code: 102 Marks: 40 [Hints: Introduction Their occupation - How they help you - How you help them qualities of them inspire you - Their overall influence on you-Conclusion] - Write an application to the Civil Surgeon complaining about inadequate supply of medicine in your Upazila Health Complex. Read the following passage and answer the questions in your own words: The first orbital test launch of the largest and most powerful rocket ship ever to leave Earth- Space X's towering Starship, from its Starbase headquarters in Texas - seen by many as a Pathway back to the moon for the first time in half a century and may be the first vehicle to eventually land humans on Mars. Starship will be the first spacecraft in which all components are fully reusable, reducing significantly the traditionally astronomic costs of space travel. It has an unprecedented in-flight refueling capacity, allowing for more frequent and efficient operations. It will be propelled into orbit by a first-stage booster rocket called Super Heavy, to which Space X, the manufacturing company attached 29 of its Raptor engines before sending the entire craft to the Launchpad at its Starbase Launchpad. 

With about 16m pounds of thrust, and a capacity to lift upto 165 tons from The Earth's surface, Starship is almost twice as powerful as the Saturn V rockets that sent 12 astronauts to the moon between 1969 and 1972. Questions: (i) What is Starship? (ii) How will Starship minimize space travel costs? (iii) What is Super Heavy? What (iv) How much can Starship carry? (v.) What astronomical events of the last century are mentioned in this passage? Fill in the blanks with appropriate words.www.prebd.com (i) He is senior to me four years. his views. (ii) I have no apathy (iii) I cannot dispense - his service. (iv) The boy takes his father. (v) He died dehydration. 5. Correct the following sentences: (i) He has sold all his furnitures. (ii) The train stops on all the station. (iii) The price of essential commodities is raising leaps and bounds. (iv) Do you know where does he work? (v) The pond abounds in fish. 5
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.